প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ১২:৫৫ পি.এম
বিজিবি কর্তৃক প্রায় ২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিপুল পরিমাণ অবৈধ মালামাল শাড়ী, থ্রীপিচ ও চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানা গেছে। ৩১ অক্টোবর ২০২৪ ভোর ০৪.০০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তের খিরনাল এলাকা থেকে অবৈধ মালামাল জব্দ করা হয়।
দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ান জানিয়েছে, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কসবা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের বিওপির একটি টহল দল। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে কসবা সীমান্ত পিলার ২০৩৭/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খিরনাল নামক অবৈধ মালামাল গুলো জব্দ করা হয়। পরে জব্দ করে তল্লাশি চালানো হলে তাতে ভারতীয় শাড়ি - ১১৩৪পিস, থ্রি-পিস - ৪৭০ পিস ও চাদর - ৩৮১ পিস ভারতীয় অবৈধ মালামাল পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি ৮৫ লক্ষ টাকা।
এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত