বোয়ালখালী থানা পুলিশ এক বিশেষ অভিযানে দুটি আলাদা মামলায় মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এই অভিযানের ফলে ১১টি চোরাই গরু ও বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
প্রথম মামলা: বোয়ালখালী থানার মামলা নং- ১৪, তারিখ- ২৩/১০/২০২৪, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড অনুযায়ী প্রধান আসামি হিসেবে মো. বখতিয়ার আলম (৫২), পিতা- মৃত ওছিউর রহমান, মাতা- মৃত ফাতেমা বেগম, ঠিকানা- পশ্চিম গোমদণ্ডী, বোয়ালখালী, চট্টগ্রামকে গ্রেপ্তার করা হয়। তার সাথে আরও একজন, মো. সিরাজুল ইসলাম ওরফে বালি মিস্ত্রি (৬৭), পিতা- মৃত কবির আহমদ, মাতা- মৃত লায়লা বেগম, একই এলাকার বাসিন্দা, গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়।
দ্বিতীয় মামলা: বোয়ালখালী থানার মামলা নং- ১৫, তারিখ- ২৪/১০/২০২৪, ধারা- ৩৬(১) সারণী ২৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মো. কাসেম (৪৫), পিতা- মৃত বাদশা মিয়া, মাতা- মৃত রোকেয়া বেগম, ঠিকানা- পূর্ব কধুরখীল, বোয়ালখালী, চট্টগ্রামকে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোয়ালখালী থানা পুলিশ এই সফলতা অর্জন করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com