চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সিএনজি চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে। বাদী আব্দুল্লাহ আল মামুন (৩৬), পেশায় সিএনজি ড্রাইভার, গত ১৭ অক্টোবর ২০২৪ তারিখে চান্দগাঁও থানাধীন মোহরা কাপ্তাই রাস্তার মাথা সিএনজি স্টেশন শাহ পরান পুষ্প বিতানের সামনে তার চালিত সিএনজি (রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১৩-১০৯২) চুরি হওয়ার অভিযোগ করেন। গাড়িটির মূল্য আনুমানিক ৩,৫০,০০০/- টাকা। বাদীর এজাহারের ভিত্তিতে থানায় মামলা (মামলা নং-১৫(১০)২৪) রুজু হয়। মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চান্দগাঁও থানার পুলিশ অভিযানে নেমে কালুরঘাট ফেরিঘাটের সামনে মোঃ মোরশেদ আলম (২৮) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে দুইটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে চট্টগ্রাম-থ-১৩-১৮১০ ও চট্টগ্রাম-থ-১৩-১০৯২। গ্রেফতারকৃত আসামী: মোঃ মোরশেদ আলম (২৮),পিতা: খোরশেদ আলম,মাতা: রোজিনা আকতার ঠিকানা: নোয়াপাড়া, মোকার দীঘির পাড়, ৫নং ওয়ার্ড, ১৩নং নোয়াপাড়া ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম। এই অভিযানে নেতৃত্ব দেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয় এবং সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) জনাব মোঃ আরিফ হোসেন, অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ছবেদ আলী ও তদন্তকারী অফিসার এসআই (নিঃ) সুমন বড়ুয়া। এ ঘটনার পর এলাকাবাসী পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছে এবং সিএনজি চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com