প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ৫:৪৫ পি.এম
শরীয়তপুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে নাতির হাতে জামায়াত নেতা নিহত

শরীয়তপুরের ডামুড্যায় জমি সংক্রান্ত বিরোধের জেরে, প্রতিপক্ষ নাতির হামলায় সিরাজুল ইসলাম মাঝি (৫৫)নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শরীফ মাঝী (২০) পলাতক রয়েছে।
পলাতক শরীফ মাঝি ছাত্রলীগের কর্মী সমর্থক বলে জানাগেছে। পক্ষান্তরে নিহত সিরাজ মাঝি জামায়াতের কর্মী হওয়ার কারনে, জবরদস্তি সালিসি সিদ্ধান্ত দেয়া হয়েছিল বলে নিহত সিরাজ মাঝির পরিবার এই অভিযোগ তুলে ধরেন ।
আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এঘটনা ঘটে।
নিহতের পরিবার সাংবাদিকদের বলেন, আমাদের জমি সিড্যা চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এসে জাহাঙ্গীর মাঝিকে একতরফা সিদ্ধান্তে জায়গা দখল করে দিয়ে যান। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীর মাঝি তাদের যোগসাজসে আমাদের জমি দখল করে নেয়।
এরপর গত একমাস আগে পুনরায় সালিশি বৈঠকের মাধ্যমে আমাদের জায়গার সঠিক পরিমাপ করা হয় এবং আমাদের জায়গা সঠিকভাবে বুঝিয়ে দেয়ার জন্য সালিশ বর্গ সিদ্ধান্ত নেয়। পূর্বের বেড়া সরিয়ে দিয়ে আমাদের জায়গা অবমুক্ত করে দেয়ার জন্য জাহাঙ্গীর মাঝিকে নির্দেশ প্রদান করে স্থানীয় সালিশ বর্গ। আজ ১৬ই অক্টোবর ২০২৪ সকাল ৯ ঘটিকার সময় নিহত সিরাজ মাঝি ও তার স্ত্রী উক্ত বেড়া অপসারণের জন্য দুইজন বদলা নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে, সিরাজ মাঝি ও তার স্ত্রীকে বাধা দেয় শরীফ মাঝি, বাধা উপেক্ষা করলে সিরাজ মাঝি ও তার স্ত্রীকে লোহার কাওয়াল দিয়ে বেধড়ক আঘাত করে জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি(২০)। আঘাতের প্রেক্ষিতে সিরাজ মাঝি ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। এসময় দুজনই আহত হয়। আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা শরিফুল মাঝিকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজুল ইসলাম মাঝিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায়। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাইদুল আরমান সিরাজুল ইসলাম মাঝিকে মৃত ঘোষণা করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ভাতিজা শরীফ মাঝির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজুল মাঝি নামে একজন নিহত হয়েছেন। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক । তিনি একই এলাকার মৃত নুরবক্স মাঝির ছেলে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত