সাতক্ষীরার কাকডাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ৪জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে এ আটকের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বরিশাল জেলার চরগোপালপুর গ্রামের সাইফুল মুন্সি (৩৫),তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সর্বদিঘীয়া গ্রামের লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, ভারতে পাচারকালে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিজিবি সদস্যরা তাদের আটক করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সেই মামলায় পাচারকারীরাও আসামী রয়েছেন বলে জানান অধিনায়ক। এদিকে, ভারত থেকে বাংলাদেশে পাচার করা প্রায় ৭ লাখ টাকা মুল্যের তিনটি গরু চান্দুড়িয়া সীমান্তে আটক করেছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com