প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ১০:৪৩ এ.এম
কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার এলাকায় মিষ্টি বিতরন

রংপুরের কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবলু সরকার বাবুকে বহিষ্কার করেছে রংপুর জেলা স্বেচ্ছাসেবকদল। ৯ আগষ্ট বুধবার রংপুর জেলা স্বেচ্ছাসেবকদল দলের আহবায়ক আল ইমরান সুজন ও সদস্য সচিব জাকারিয়া ইসলাম জীম সাক্ষরিত দলীয় প্যাডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবলু সরকার বাবুকে বহিষ্কার করা হয়। সেখানে আরো বলা হয়েছে দলের কোন পর্যায়ের নেতাকর্মী যাতে তার সাথে কোন রকম যোগাযোগ না রাখে। তাকে বহিষ্কারের পুর্বেও জেলা স্বেচ্ছাসেবকদলের দলীয় প্যাডে তাকে কারন দর্শনের নোটিস দেওয়া হয়েছিলো। কিন্তু স্থানীয় বিএনপির অনুরোধে ব্যবস্থা নেয়নি জেলা স্বেচ্ছাসেবকদল।
স্থানীয় নেতাকর্মী সুত্রে জানা যায়,গত ৫ই আগষ্টের পরে অধিকহারে বেপরোয়া হওয়ায় নিজ দলের নেতাকর্মীদের ও তোয়াক্কা করতো না। দলের নেতাকর্মীদের সাথে অসাংগঠনিক আচরন,তাদের সাথে দুরুত্ব তৈরি হওয়া, কারো সাথে আলোচনা না করে একক সিদ্ধান্ত নেওয়া সহ উঠতে শুরু করে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনাকেও অগ্রাহ্য না করে চালিয়ে যেত তার এমন কাজকর্ম। যার কারনে দলের মধ্যে তৈরি হয় বিভাজন।
এরই মাঝে বিএনপি সমর্থিত এক নেতার বাড়িতে হামলা,উপজেলা কৃষকদলের আহবায়ক কে মারপিট,কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কাশেম বাজারে জনৈক ব্যক্তিকে তুলে আনতে গিয়ে জনরোষের শিকার এবং কাউনিয়া উপজেলা কৃষকলীগের সহ সভাপতির টাকা খেয়ে সাইদুর নামের এক ব্যক্তির শোয়ার ঘর ভেঙ্গে রাস্তা বানানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা স্বেচ্ছাসেবক দল নিয়ে তৈরি হয় নানা ধরনের বিতর্ক এবং নেতাকর্মীদের মধ্য মাঝে তৈরি হয় ক্ষোপের। কিন্তু তার ভয়ে প্রকাশ্য কেউ মুখ খোলার সাহস পেত না। কারন দলের বড় বড় নেতাদের সাথে তার রয়েছে সক্ষতা। তবে স্থানীয়া আরো জানায়,দলের মাত্র ২/৩ জন মরিয়া তার বহিষ্কার প্রত্যাহারে। তবে বাবলু সরকার বাবুকে দল থেকে বহিষ্কার এর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই নেতাকর্মীসহ সাধারন মানুষের মাঝে শুরু হয় মিষ্টি বিতরন এবং দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা ফিরে আসে রাজপথে সেই সঙ্গে এমন যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা জেলা স্বেচ্ছাসেবক দলকে অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত