গত রবিবার রাত আনুমানিক ১০:৩০ এ গাজীপুর মহানগর এর কোনাবাড়ি থানায় এঞ্জেল হসপিটাল সংলগ্ন একটি
ক্ষুদ্র পোশাক কারখানায় একজন প্রতারক কে আটক করা হয়। প্রতারকের নাম মাহফুজুর রহমান সাগর। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুরের বাসিন্দা। তিনি পোশাক শ্রমিকদের উন্নত জীবন যাপনের আশ্বাস দেখিয়ে কোনাবাড়ীর ৩৬ জন পোশাক শ্রমিকদের কিরগিজিস্তানে পাঠানোর কথা বলে মেডিকেল বাবদ ৫'৮০০ টাকা নিয়েছেন। তিনি বলেছেন পাসপোর্ট,ভিসা, বিমান ভাড়া সব কোম্পানি দিবে। এ কথা শুনে সহজ সরল পোশাক শ্রমিকরা তাকে টাকা দেয় কিন্তু তিনি যে কারখানার শ্রমিকদের থেকে টাকা নেয় সে কারখানার মালিক তাকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে তাকে সন্দেহ জনক মনে করে পুলিশকে জানান। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রতারক হিসেবে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। প্রতারক মাহফুজুর রহমান সাগর শুধু কোনাবাড়ি থেকে নয় তিনি গাজীপুর মহানগরের গাছা থানার বোর্ড বাজার এবং চট্টগ্রামের পোশাককর্মীদের থেকে একইভাবে প্রতারণা করে টাকা নেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com