যশোরের কেশবপুরে বিএনপির কেশবপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। তবে নবগঠিত কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আবুল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও হুমায়ুন কবির সুমন। গত ২৯ শে সেপ্টেম্বর শনিবার যশোরের কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে গণভোটাঅধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে গণভোটের মাধ্যমে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন করা হয়। সভাপতি, সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ পদে দুই জন প্রতিদন্দ্বিতা করেন। তারা হলেন, কেশবপুর উপজেলা বিএনপির বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ। নির্ধারিত ভোটার গণ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট প্রদানের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটারের সংখ্যা ৭৮১জন। ভোটারদের মধ্যে ৭৫০ জন তাদের ভোটাধিকার প্রদান করেন। প্রভাষক আব্দুর রাজ্জাক ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মাসুদুজ্জামান মাসুদ পেয়েছেন ৮৩ ভোট। নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব প্রাপ্ত জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com