চট্টগ্রাম নাগরিক ফোরামের এক বিশেষ সভায় বক্তারা কালুরঘাট সেতুর নির্মাণ দ্রুত বাস্তবায়ন এবং নগরীর জলাবদ্ধতা নিরসনের কাজ তরান্বিত করার জোরালো আহ্বান জানান। চট্টগ্রামবাসীর পক্ষে নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে সরকার কালুরঘাট সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যা দ্রুত বাস্তবায়নের দাবি ওঠে। এছাড়াও, নগরীর জলাবদ্ধতা নিরসনের প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়। ১৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় চেরাগি পাহাড়ের বঙ্গবন্ধু ভবনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন একে এম ওসমান গনি, এবং ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, "আমরা ১৯৮৮ সাল থেকে ধারাবাহিকভাবে চট্টগ্রামের উন্নয়নের দাবি নিয়ে আন্দোলন করছি। আজ পর্যন্ত যে সামান্য উন্নয়ন হয়েছে, তা আমাদের আন্দোলনেরই ফল। এখন সময় এসেছে কালুরঘাট সেতু বাস্তবায়ন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুততর করার।"
সভায় চট্টগ্রাম নাগরিক ফোরামকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও, দেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন জানানো হয় এবং ছাত্র-জনতা আন্দোলনের নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনের আহ্বান জানানো হয়। কালুরঘাট সেতু ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুততর করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং ফোরামের সম্মেলনের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন কামরুল ইসলাম, মুনসুর আলম, স. ম. জিয়াউর রহমান, মোহাম্মদ নূর, মোহাম্মদ আকতার হোসেন, আশরাফুর রহমান, দিল আফরোজ, রীতা, তিতাস, মাহবুবুর রহমান,আব্দু গফুর মেম্বার, মোহাম্মদ দিদারুল আলম, আবুল ফজল, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আবু, মোহাম্মদ ইব্রাহিম হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com