নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালানের মাধ্যমে আনা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী । তবে এ ঘটনায় কেউ আটক করা যায়নি। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের এতিমখানা রোড নামক এলাকায় একটি গুদাম থেকে এসব চিনি জব্দ করা হয়। কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী নিয়ে আসছে। গোপন সংবাদে সোমবার দিবাগত রাতে রফিক মিয়া নামে এক চোরাকারবারি গুদামঘরে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। অভিযানে গুদাম ঘর থেকে চোরাচালানের ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা বলে জানা গেছে। কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ জানান, এ ঘটনায় মামলা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com