শেখ রাজীব হাসান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার গাজীপুরের সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীরা হাতে তুলে নিয়েছে রং-তুলি। গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আবর্জনা ও ময়লা পরিষ্কারের পর এমন উদ্যোগ গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা।
১৫ আগস্ট সরেজমিনে গাজীপুরের টঙ্গী, গাছা, বাসন ও গাজীপুর সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি দেয়ালে ইতিহাস ও বিপ্লবের নানা স্লোগান লিখন, চিত্র অংকনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন কাজের প্রশংসা করছেন অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গাজীপুরের বিভিন্ন স্কুল কলেজের সামনের দেয়ালসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠেছে। এছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায়ও শিক্ষার্থীরা এই কার্যক্রম অব্যহত রেখেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা জানান, আমরা নিজেদের মতো করে কয়েকটি টিম গঠন করে শহরের বিভিন্ন দেয়ালের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করছি। আমাদের রং-তুলির আঁচড়ে শহরটাকে রঙিন করতে চাই। এবিষয়ে যারা পারদর্শী তাদেরকে নিয়েই আমরা কাজগুলো করতেছি।
তারা আরো বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আমাদের দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে। দেশটা আমাদের সবার। এ জন্য আমাদেরই কাজগুলো করতে হবে। আমাদের শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিছন্ন অভিযানের মাধ্যমে শহর পরিস্কার করেছি। শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। এখন শিক্ষার্থীরা শহর রঙিনের কাজ করছে।
অভিভাবকরা জানান আমাদের ছেলে মেয়েদের এই কাজগুলোকে স্বাগত জানাই। তরুণ প্রজন্মের এমন আবেগ ও দেশপ্রেম আমাদের এই বাংলাদেশকে আবারও সামনে এগিয়ে নিতে কাজ করবে। আমাদের ছেলে মেয়েরা এতদিন আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল। আর এখন সে দেওয়ালে অংকনের কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com