`জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যুই সেখানে শেষ কথা নয়" এই প্রতিপাদ্য কে সামনে রেখে, নওগাঁ জেলা মানবাধিকার নাট্য পরিষদ মানাপ এর কার্যালয়ে রবিবার সন্ধা সাড়ে সাতটার সময় নওগাঁর ৬০ এর দশকের সংগ্রামী ছাত্রনেতা ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও গণমানুষের মুক্তির আন্দোলনের সংগঠক, মানাপ নওগাঁর সম্মানিত উপদেষ্টা ও গুণীজন আলতাফুল হক চৌধুরী আরব এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ পৌর শাখার সভাপতি ফরিদ আলম এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকার। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শাখার উপদেষ্টা বেলী আক্তার, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জয় বাংলা ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান অন্তর, জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ও জয় বাংলা ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি সাদেকুর রহমান বাঁধন সহ সংগঠনের জেলা ও পৌর কমিটি সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরবের স্মরণে এক মিনিট নিরবতা পালন, তার স্মৃতিচারণে আলোচনা সভা শেষে তার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব এর জন্ম: ০৫ মার্চ ১৯৪৬, মৃত্যু ১৪ জুলাই ২০২৩ ইং।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com