মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কারণে জেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত রয়েছে। বন্যার কারণে এসব প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বন্যার কারণে পরীক্ষা স্থগিত হওয়া ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ১৫টি মাদ্রাসা। এরমধ্যে বেশিরভাগই বন্যাকবলিতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
জেলা শিক্ষা অফিসারের কার্যালয় এক রিপোর্টে জানিয়েছে, মৌলভীবাজারে মোট ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার কারণে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যে মৌলভীবাজার সদরে রয়েছে ২টি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনগর উপজেলায় ২টি, বড়লেখা উপজেলায় ১৫টি, জুড়ী উপজেলায় ৭টি এবং কুলাউড়ায় ১০টি।
এদিকে বন্যার কারণে কার্যক্রম বন্ধ হওয়া ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি ব্যবহৃত হচ্ছে বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে। এসব প্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এদিকে, মৌলভীবাজার জেলা নদ-নদীগুলোতে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নত হবে আশা করছেন বন্যার্তরা। বৃহস্পতিবার জেলার প্রায় সবগুলো নদীতেই আগের দিনের তুলনায় কম উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com