মৌলভীবাজার প্রতিনিধি;
মৌলভীবাজার সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজার শহরে হেলমেট ও কাগজ বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্যাটের উপস্থিততে ভ্রাম্যমাণ আদালতে মামলা দেওয়া হয়। একইসাথে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বিভিন্ন পেট্রোল পাম্পকে নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন নির্দেশনা সংবলিত স্টিকার বিভিন্ন পেট্রোল পাম্পে লাগানো হয়।
বিআরটিএ-র অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ মৌলভীবাজারের পরিচালক হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্যাটবৃন্দ ও পুলিশ সদস্যরা।
অভিযানে মৌলভীবাজার বিআরটিএ-র সহকারি পরিচালক হাবিবুর রহমান বলেন, আজকের অভিযানে আমরা মোটরসাইকেল চালকদেরকে হেলমেট পরিধানের জন্য নির্দেশনা দিয়েছি। শুধু নির্দেশনাই নয়, অভিযানে হেলমেট ছাড়া বেরোনো অনেক বাইকারকে উপস্থিত জরিমানা করে তা আদায় করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি পাম্পে আমরা নির্দেশনা দিয়েছি হেলমেটবিহীন বাইকারদের কাছে পেট্রোল বিক্রি না করার জন্য। আমরা পাম্পগুলোতে নানা ধরনের নির্দেশনামূলক পোস্টার লাগিয়ে দিয়েছি। বিআরটিএ-র এ কর্মকর্তা আরো বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে আমরা একবার এসে পাম্পগুলোতে সিসিটিভি ফুটেজ চেক করে দেখব হেলমেট ছাড়া আসা বাইকারদের কোনো পাম্প পেট্রোল অকটেন দেয় কি না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com