মৌলভীবাজার প্রতিনিধি;
মৌলভীবাজার সদর উপজেলার বারাক নদী থেকে আজিজুল (৬) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। একইদিন সকালে কনকপুর থেকে আরেকটি শিশুর মৃতদেহও উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে একই দিনে দুইটি মরদেহ উদ্ধার করা হলো। সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার শিশু আজিজুল মৃত উদ্ধার করা হয়। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানোর ছেলে।
স্থানীয়রা জানান আজ সকালে আজিজুল বরাক নদীতে সাকু পাড় হতে গিয়ে পড়ে যায় তখন স্থানীয় লোকজন খোঁজাখোজি করলে তার কোন সন্ধান না পাওয়ায় মৌলভীবাজার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এদিকে একই দিন সকালে কনকপুর ইউনিয়নে মনু নদীর পাশ থেকে লিমন শেখ (১২) এর লাশ উদ্ধার করা হয়। লিমন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. মনির শেখের ছেলে।
জানা গেছে, লিমন শেখ গত শনিবার ¯øুইসগেট এলাকায় মনু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। ওইদিন ডুবুরিরা দীর্ঘক্ষণ খোঁজাখুজি করেও লিমনের মৃতদেহ পায়নি। এর দুইদিন পর আজ সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কনপুর ইউনিয়নে তাঁর লাশ পান স্থানীয় গ্রামবাসীরা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিখোঁজের প্রায় ৪৩ ঘণ্টা পর উদ্ধার হয় লিমনের লাশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com