প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৪, ৬:৫৩ পি.এম
নওগাঁয় পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

অন্তর আহমেদ, নওগাঁ : নওগাঁয় গরুর পচা মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে শহরের ঢাকা বাস স্টার্ন্ড এলাকায় পচা মাংস বিক্রি করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাংস বিক্রেতাকে আটক করে প্রশাসনকে ফোন দিলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো: শওকত মেহেদী সেতু গরুর পচা মাংস বিক্রি করায় সদর ভবনীপুর গ্রামের আব্দুর আজিজের ছেলে আব্দুর রশিদকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: শওকত মেহেদী সেতু জানান, আব্দুর রশিদের কাছে থাকা ৭৫ কেজি গরুর মাংস জব্দ করে ভবিষ্যতে পচা মাংস বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এবং ভেটেরিনারি সার্জন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত