প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৪, ৮:০২ পি.এম
কেশবপুরে কিশোর কিশোরী ক্লাবের সভা

অলিয়ার রহমান,কেশবপুর (যশোর) ||
যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন সভার সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানীর পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক ফরহাদ আলম শামীম প্রমুখ। সভায় এ উপজেলার কিশোর কিশোরী ক্লাবকে আরও বেশি গতিশীল করতে ও বাল্যবিবাহ প্রতিরোধে ভ‚মিকা রাখতে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত