প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ৮:৫১ পি.এম
গোবিন্দগঞ্জে প্রতারক চক্রের বিরুদ্ধে বসতবাড়ি ভাংচুর ও হুমকির অভিযোগ

গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের দ্বারা সংঘবদ্ধভাবে বসতবাড়িতে ভাংচুর, নগদ অর্থ চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ মে, ২০২৪) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউপির হোসেনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মৃত আব্দুল গাছুর ছেলে আজির উদ্দিন প্রতিবেশি মোজা মিয়া, আরিফুল ইসলাম, রানা বাবু, বাবুল মিয়া ও রতন মিয়াকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রতিবেশিরা পূর্ব থেকেই পারিবারিক বিষয়ে শত্রুতা ও নানাভাবে ভয়-ভীতির হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় তারা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর বসতবাড়ির টিনের চালা ও বাঁশের বেড়া, দরজা-জানালা এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় তারা বাক্সে রক্ষিত প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা চুরি করে।
ভুক্তভোগী জানান, অভিযুক্তরা আমাকে নানা ধরনের ভয়-ভীতি দেখাচ্ছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়াও অভিযুক্ত আরিফুল, রানা বাবু ও রতন মিয়া একদলভুক্ত প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত