প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৪:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৪, ৮:৫৯ পি.এম
গজারিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সহায়তা প্রদান

মোঃরুহুল আমিন ,(গজারিয়া,মুন্সিগঞ্জ ):
ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের গজারিয়া ইউনিয়নের নয়ানগর, বালুচর, বাশগাঁও, ইসমানিরচর ও হোসেন্দী ইউনিয়নের বলাকীচরসহ নদী সংলগ্ন এলাকাগুলো পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এম.পি. ও গজারিয়া উপজেলা প্রশাসন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য টিন, খাবারের জন্য চাল এবং নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: মনসুর আহমেদ খাঁন জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সার, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু এবং মহিলা ভাইস চেয়ারম্যান মীনা আক্তার। সংসদ সদস্য ফয়সাল বিপ্লব বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই মিলে এ দুর্যোগ মোকাবিলা করব এবং ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা প্রদান করব।" গজারিয়া উপজেলার প্রশাসনের এই তৎপরতা ও সহযোগিতা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মাঝে আশার আলো জাগিয়েছে। দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত