শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি।।
পীরগঞ্জে উপজেলা পরিষদ নিবার্চনে বিএনপির ভোটে আওয়ামীলীগের চেয়ারম্যান নিবার্চিত হয়েছে। ফলে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ২/১ টি ছোটখাট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ উপজেলায় ভোট উৎসব মুখর হয়েছে। উপজেলা পরিষদ নিবার্চনে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকতারুল ইসলাম মটরসাইকেল প্রতীক, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ঘোড়া প্রতীক ও বিএনপি সমর্থিত সুকুমার রায় আনারস প্রতীক নিয়ে নিবার্চন করেন। এছাড়া ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিবার্চন করেন। আকতারুল ইসলাম ও রেজওয়ানুল হক বিপ্লবের মধ্যে ভোট যুদ্ধ শুরু হয়। হাড্ডা হাড্ডি লড়াইয়ের শেষ প্রান্তে এসে থানা বিএনপির সভাপতি, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ এর নেতৃত্বে ৯নং সেনগাঁও ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান সাইদুর রহমান, ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী সহ ৩ শতাধিক নেতাকমীর্ নিয়ে ভোটযুদ্ধে নামেন। জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আকতারুল ইসলামের পক্ষে নিবার্চন করে তাকে বিজয়ী করেন। নিবার্চনে বিএনপির নেতাকমীর্রা ব্যাপক ভাবে ভোট করায় ভোট উৎসব মুখর হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে ভোটে অংশ না নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও পীরগঞ্জ উপজেলায় বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ সহ অনেক নেতাকমীর্রাই বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে দলের সাথে বিশ^াস ঘাতকতা করে আওয়ামীলীগের পক্ষে ভোট করছেন বলে দলীয় অনেক নেতাকমীর্ দাবি করেন। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকতারুল ইসলাম চেয়ারম্যান, মোঃ ইকতাশাম উল মিম ভাইস চেয়ারম্যান ও মাহফুজা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। ২৯ মে এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছিল। এই ব্যাপারে থানা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ জানান, আত্নীয়তার সূত্রে মটরসাইকেল প্রার্থীর পক্ষে ভোট করছি। দলীয় ভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com