প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৪, ৭:২২ পি.এম
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় গাইবান্ধায় ৪০ দিনব্যাপি আর্থ-সামাজিক প্রশিক্ষণ

আব্দুল মুনতাকিন জুয়েল ।।
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২৬ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ৪০ দিনব্যাপি আর্থ-সামাজিক প্রশিক্ষণ রোববার জেলা সমাজসেবা কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) সুশান্ত কুমার মাহাতো। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবার সহকারী পরিচালক মো. কামরুল হাসান সরকার, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ প্রমুখ। প্রশিক্ষণের প্রথম দিনে সাত উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর ৩০ জন অংশ গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত