অন লাইন ডেস্কঃ
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় প্রচার প্রচারণা চালাচ্ছে কোস্টগার্ড দক্ষিণ জোন। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকার জনগণ, মৎস্যজীবী ও নৌযানকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় সচেতনতামূলক এই কর্মকা- পরিচালনা করা হচ্ছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গবসাগরে সৃষ্ট নি¤œচাপটি ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস রয়েছে। তাই এরূপ প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার মেঘনা নদীর উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় আউটপোস্ট সমূহ মাইকিং এবং লিফলেট বিতরণ করছে কোস্টগার্ড স্টেশন।
তিনি বলেন, একইসাথে ঘূর্ণিঝড়ের বিপদজনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন সেল্টার স্টেশনে আশ্রয় গ্রহণের প্রস্তুতির জন্য সকলকে সচেতন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com