প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৪:১১ পি.এম
পুকুরের পানিতে ডুবে দেড় বছরের কন্যাশিশুর মৃত্যু

হাফিজুর রহমান লাভলু ,শেরপুর প্রতিনিধি।।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী কন্যাশিশু রাইসা মনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাগিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাইসা ওই গ্রামের আব্দুর রহিমের কন্যা।
জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে রাইসা বাড়ির আঙিনায় খেলা করছিল। এসময় তার বাবা আব্দুর রহিম জুম্মার নামাজে যাওয়ায় বাড়ির লোকেদের রাইসার দিকে খেয়াল রাখার কথা বলে মসজিদে চলে যান। কিছু সময় পর রাইসাকে না দেখে খোঁজাখুঁজি করলে তাকে পুকুরের পানিতে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।
স্থানীয় রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত